ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে

সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরওয়ার জানান, বুধবার সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাফর আলমকে হাজির করে পেকুয়া থানায় করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পেকুয়া থানার পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং এলাকায় বটতলী শফিকিয়া মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্টকে মারধর করে গুরুতর জখম করার ঘটনায় করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়া থানার পুলিশ রিমান্ডের আবেদন করে।

তিনি জানান,আদালত পেকুয়া থানায় করা আরও দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

 

জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছে। আদালতে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আদালতের এপিপি আরও জানান, গত ১৮ জুন চকরিয়া থানায় করা পাঁচ মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৪ দিনের রিমান্ড বুধবার শেষ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২