বগুড়ার শেরপুরে ২৪৮ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজি চালিত অটোরিক্সাসহ সেলিম মৃধা (৫৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে বগুড়া সদরের চকসুত্রাপুর সওদাগরপাড়ার মৃত জলিল মৃধার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে পুলিশ স্থানীয় বাসস্ট্যান্ডে সিটি ব্যাংকের সামনে চেকপোস্ট বসায়। এ সময় বগুড়া থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে থামার সংকেত দিলে সামনে বসে থাকা ২জন ও পিছনে থাকা ১জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
এরপর চালক সেলিম মৃধাকে আটক করে সিএনজি তল্লাশি করে পিছনের সিটের উপরে ও নিচে ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে সাদা রংয়ের বোতলে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদ (৫১৪ বোতল) ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি (রেজিস্ট্রেশন নং-বগুড়া-থ ১১-৫৬০৬) আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় সেলিমকে জিজ্ঞাসাবাদে সে জড়িতদের নাম প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনমামলার অন্যান্য পলাতক আসামিরা হলো বগুড়া সদরের চকসূত্রাপুর হরিজন কলোনীর শংকর বাঁশফোড়ের ছেলে রাজিব চন্দ্র (৩২), শেরপুর পৌরশহরের রামচন্দ্রপুরপাড়ার (সুইপাড় কলোনী) মৃত লালজীর ছেলে হৃদয় বাঁশ ফোড় (৩০), বগুড়া সদরের চকসূত্রাপুর হরিজন কলোনীর সুজন (৩৫)।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সেলিম মৃধা একাধিক মামলার আসামি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন