ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে ড্রেন বন্ধ করে দোকান নির্মাণ সেতুর সংযোগ সড়কে ভাঙন

বগুড়ার ধুনটে ড্রেন বন্ধ করে দোকান নির্মাণ সেতুর সংযোগ সড়কে ভাঙন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিলচাপড়ী বাঙালি নদী ও খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক বৃষ্টির পানি গড়িয়ে ভেঙে যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। সেতুর ওপর থেকে পানি গড়ার ড্রেন বন্ধ করে সেখানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় সংযোগ সড়কে এ ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে নির্মিত জোড়া সেতু ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

এলজিইডি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে উপজেলার বিলচাপড়ী গ্রামে নদী ও খালে পাশাপাশি ২টি সেতু নির্মাণ করা হয়েছে। এরমধ্যে ১৯৯৩ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে খালের ওপর এবং ১৯৯৭ সালে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নদীর ওপর পৃথক ২টি সেতু নির্মাণ করা হয়। যা বিলচাপড়ী জোড়া সেতু নামে পরিচিত।

ওই সময় বড় সেতুর ওপর থেকে বৃষ্টির পানি গড়ার জন্য ড্রেন নির্মণ করা হয়েছিল। এ অবস্থায় স্থানীয়রা সম্প্রতি বড় সেতুর সেই ড্রেন ভেঙে সেখানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে। এ কারণে বর্ষা মৌসুমের শুরু থেকে বড় সেতুর পানি গড়ে ছোট সেতুটির সংযোগ সড়ক ভেঙে খালে বিলীন হচ্ছে। অব্যাহত ভাঙনের ফলে সংযোগ সড়ক সরু হয়ে যান চলাচল ব্যহত হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম বলেন, সেতুর দুই পাশে হাট-বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডাকঘরসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এই সেতু দিয়ে আমাদের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত করতে হয়। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি। এ ছাড়া ভারী বা বড় যানবাহন চলাচল করতে পারছে না। এতে যাতায়াত করতে গিয়ে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পানি গড়ার ড্রেন বন্ধ করে দোকানঘর নির্মাণ করায় সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। সেতুর ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা এ সমস্যা সমাধানের উদ্যোগ নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ