ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ১ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ১ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

 নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে আসা ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানকালে মাদক বহনকারী দুই চোরাকারবারি পালিয়ে যায়।

আজ বুধবার (২৫ জুন) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ এর ঘুমধুম বর্ডার আউট পোস্টের (বিওপির) একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে ইয়াবার এ বিশাল চালানটি জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক প্রবেশের আশঙ্কায় ঘুমধুম সীমান্ত এলাকায় আগেভাগেই অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। ভোরে দিকে তারা দেখতে পান দুই ব্যক্তি দুটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ দুটি তল্লাশি করে পাওয়া যায় মোট ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।

আরও পড়ুন

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, মাদক নির্মূলে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই অভিযান জনসচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিজিবির নিয়মিত তৎপরতায় সীমান্ত এলাকার মানুষ স্বস্তি বোধ করছে। অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বন্ধ হচ্ছে দেশের তিন স্থলবন্দর 

ঢাকার সাভারে যুবককে পিটিয়ে হত্যা

চতুর্থস্তরের ক্লাবের কাছে হেরে বিদায় ম্যানইউ’র

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যতে যা বললেন তার বাবা 

চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর