ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ১, ছবি:বগুড়া জেলা পুলিশ ।

মফস্বল ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকা জালনোটসহ রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার মুরাদপুর এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার জালনোট কারবারি রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালায়। এসময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে এক হাজার ৪শ’ পিস ৫শ’ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করে।

আরও পড়ুন

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাদি হয়ে জালনোট কারবারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

ফিলিস্তিন রাষ্ট্র হবে না : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

গুম বন্ধে আইন নিয়ে কাজ করছে সরকার : প্রেস সচিব