ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিক শিক্ষায় ঘাটতি কখনও পূরণ হয় না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষায় ঘাটতি কখনও পূরণ হয় না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, ছবি সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি দেশের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য এর গুরুত্ব অপরিসীম। প্রাথমিক শিক্ষায় যদি কারো ঘাটতি থেকে যায় তাহলে তার যতই বয়স বাড়ুক আর পড়াশুনা করুক তা আর কখনও পূরণ হয় না। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিধান রঞ্জন বলেন, জনগণের ধারণা হলো প্রাইমারিতে লেখাপড়া হয় না, এখানে যারা অফিসার আছেন তারা লেখাপড়া ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকেন। এই ধারণা আপনাদেরই ভুল প্রমাণ করতে হবে। কারণ একজন শিক্ষক ও সরকারি কর্মচারী হিসেবে এটা আপনার দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষা হলো একটি শিশুকে তার জীবনের উপযোগী করে গড়ে তোলা। একটি শিশুকে উপযোগী করে গড়ে তুলতে আমরা সবকিছু শিখাই না। প্রাইমারি স্কুলের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। একটি শিশু জন্মের পর প্রথমে পরিবার পরে সমাজের বিভিন্ন স্তরে ভাষা শিখে প্রাইমারিতে আসে। প্রাইমারি স্কুল হচ্ছে শেখার একটি মাধ্যম।
উপদেষ্টা বলেন, মাতৃভাষা শেখা শুধু ভাষা শেখা নয়, এটি অন্য কিছু শেখার একটি মাধ্যম। মাতৃভাষা যে শিখে এসেছে আমাদের কাজ তাকে লিপি ও লিখিত ভাষার সাথে পরিচয় করানো। লিখিত ভাষা মৌখিক ভাষার চেয়ে ভিন্ন রকম। আপনি যা মুখে বলছেন তা লিখতে গেলে অন্য রকম হয়। আপনি যখন একটি শিশুকে লিখিত ভাষা চেনালেন তার মানে তাকে জ্ঞানের রাজ্যে প্রবেশ করার সক্ষমতা বা চাবি তৈরি করে দিলেন। তখন সে যেকোনো বিষয়ে পড়াশুনা করতে পারবে।

আরও পড়ুন

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার ও রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সানাউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরণের প্রস্তাব পেশ করেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে তিনি রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস