ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাত দলের এই আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত,সাত দলের এই আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়।


আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা।’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশের ফেরেন।

আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।


আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের) এখন পর্যন্ত কোনো দাবিতে রাজপথে যাইনি।’
তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’

আরও পড়ুন

পিআর নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার।

আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস