ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত বিএনপি’র একাধিক প্রার্থী মাঠে

বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত বিএনপি’র একাধিক প্রার্থী মাঠে, ফাইল ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে সম্ভাব্য জামায়াতের একক প্রার্থী চূড়ান্ত হলেও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। সম্ভাব্য এসব প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে প্রার্থীতা জানান দিচ্ছেন। পাশাপাশি ভোটারদের দোয়াও চাচ্ছেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি ঘোষণার পর বগুড়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের সম্ভাব্য একক প্রার্থী দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের যুববিষয়ক সম্পাদক ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের নাম ঘোষণা করা হলেও বিএনপি’র সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি শহর বিএনপি’র সভাপতি সাবেক ছাত্রনেতা হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি বিএনপি নেতা এড. আতাউর রহমান খান মুক্তা, জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ উদ্দীন আহমেদ, সান্তাহার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান ও জেলা বিএনপি’র প্রবাসীবিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। প্রার্থীরা পৃথক পৃথকভাবে কর্মীসভা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন। হাট-বাজার রেলস্টেশন, চায়ের দোকানসহ জনবহুল এলাকাগুলোতে ভোটাররে মুখে নির্বাচনের সম্ভাব্য এসব প্রার্থীদের নাম নিয়ে খোশ গল্প চলছে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদারের ছেলে সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মোমিন তালুকদার খোকার ছোট ভাই জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, এবার তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তার বাবা ও ভাইয়ের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন।

এড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার মানুষের জন্য কাজ করছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত বিএনপি’র সকল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মিথ্যা মামলা মোকাবেলা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার খাদেম হিসাবে কাজ করবেন।

আরও পড়ুন

ফজলুল বারী তালুকদার বেলাল বলেন, তিনি দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবেন। দুপচাঁচিয়া-আদমদীঘিবাসীর আকাঙ্খা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন। 
এড. আতাউর রহমান খান মুক্তা বলেন, দুপচাঁচিয়া-আদমদীঘিবাসীর মৌলিক চাহিদা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

জামায়াতের একমাত্র প্রার্থী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য মিল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা দূর করবেন। তরুণ ভোটারদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাট থেকে বৈদড় পর্যন্ত রাস্তা ৩৭ বছরেরও সংস্কার হয়নি

নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত  লাখ টাকা আত্মসাৎ

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

বগুড়ার শাজাহানপুরে বর্ষার পানিতে তলিয়ে গেছে শ্যামলাকাতিপাড়া, দুর্ভোগে মানুষ