ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে চোরাই গরু বিক্রির সময় দুই চোর আটক

বগুড়ার শেরপুরে চোরাই গরু বিক্রির সময় দুই চোর আটক। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে চুরির গরু বিক্রির সময় গ্রামবাসী দুই চোরকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোলিশাগাড়ী গ্রামের ইউসুফের ছেলে সবুর (১৮) ও আলহাজের ছেলে রিয়াজুল (২৫)।

জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ী গ্রামের মাঠ থেকে চোরেরা একটি গরু চুরি করে বিক্রির জন্য রাণীরহাট বাজারে নিয়ে এলে তাদের আচরণ দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এরপর রাত ১০টায় গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা দিলে গ্রামবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদ করে গরু চুরির বিষয়টি নিশ্চিত হন। এ সময় সবুর ও রিয়াজুল খোলিশাগাড়ী মাঠ থেকে গরু চুরির বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে গরুর মালিক শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে বাড়ির পাশের মাঠে গরু বেঁধে রেখে সন্ধ্যায় গিয়ে গরু না পেয়ে খোঁজাখুঁজি করেন। এরই এক পর্যায়ে আনুমানিক রাত ১০টায় গরুসহ ২ জন স্থানীয় জনতা আটক করে। পরবর্তীতে আটককৃতদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈন উদ্দিন বলেন, এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে এবং গরুটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত