ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী, ছবি: সংগৃহীত।

শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, শেখ হাসিনার সঙ্গে এই বাজেটের পার্থক্য কী বলুন? শেখ হাসিনা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন, আপনারাও দিয়েছেন। এটি তো অন্তর্বর্তী সরকার, এটি ড. ইউনূসের সরকার, মানুষ জানে সৎ সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে– এটি মানুষ জানতে চায়। এখন দেখছি, তাঁর (প্রধান উপদেষ্টা ড. ইউনূস) হাত দিয়েই ওই সমস্ত লুটেরা, ব্যাংক-ডাকাতরা তাদের কালো টাকা সাদা করার সুযোগ পাবে। তারা যদি কালো টাকা সাদা করতে পারে, তাতে স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সেক্টর যদি বঞ্চিত হয়, সামাজিক সুরক্ষা খাতে যদি বরাদ্দ কম থাকে, তাহলে তো মানুষের কল্যাণের কী হবে? 

তিনি বলেন, ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেটের ২৩ শতাংশের ওপরে যাবে শুধু প্রশাসনের বেতনের জন্য। তাহলে গরিব মানুষের সামাজিক নিরাপত্তার জন্য আপনি কী রেখেছেন? সব টাকা, লাভের গুড় তো পিঁপড়ায় খেয়ে ফেলছে। তাহলে জনগণের জন্য কী করলেন? স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম। আমার দরকার তো শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। 

আরও পড়ুন

আয়োজক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

আম দিয়ে বানাতে পারেন মজার তিরামিসু

দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা