ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল আওয়ামী লীগ : নাসির উদ্দিন পাটোয়ারী

আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল আওয়ামী লীগ : নাসির উদ্দিন পাটোয়ারী, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে।

আজ রোববার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যে তিনটি শব্দ ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার। এই তিনটি শব্দকে ৭২ সালে আওয়ামী লীগ এক দলীয়ভাবে বাদ দিয়ে তাদের পরিবারভিত্তিক, তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদের নিপীড়ন করেছে। আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল। আমাদের নারীদের ওপর অত্যাচার চালিয়েছে তারা। আমাদের পাহাড়ি ভাইদের ওপর অত্যাচার চালিয়েছে। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিবাদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল।

‘আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে। যে সংবিধানে সাম্যের কথা থাকবে, মানবিক মর্যাদার কথা থাকবে, ন্যায় বিচারের কথা থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে। যে সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে।’ তিনি আরও বলেন, আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ আমরা মনে করি, বাংলাদেশে যদি আমরা একটি নতুন সংবিধান গঠন করতে না পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত