ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানকে ১৯৭ রানের সহজ লক্ষ্য দিল বাংলাদেশ

হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানকে ১৯৭ রানের সহজ লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  সফরের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৯৭ রানের সহজ লক্ষ্য দিয়ে বাংলাদেশ। তবে শুরুটা আক্রমণাত্মক হলেও শেষটায় বিবর্ণ ব্যাটিং দেখে বাংলাদেশ। 

একটা জয়ের আশায় লাহোরে হাসান আলি-ফাহিম আশরাফদের চড়াও হন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এতটাই যে ওপেনিংয়ে ১১০ রানের জুটি গড়ে রেকর্ডের স্বাক্ষী হয়েছেন দুজনে।


পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। সবমিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি।


 
দুর্দান্ত জুটিটা ভেঙ্গে যায় ৬ রানে জীবন পাওয়া তানজিদ তামিমের আউটের মধ্যে দিয়ে। ড্রেসিংরুমে ফেরার আগে সমান ৩ ছক্কা ও চারে ৪২ রান করেন তিনি।


ইমনও পরে আর বেশিক্ষণ টিকতে পারেননি। তবে যাওয়ার আগে ঝোড়ো ব্যাটিংয়ে ৬৬ রান করেন তিনি। ১৯৪.১১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৭ চারে।
৪ রানের ব্যবধানে দুই ওপেনার বিদায়ের পর রানের চাকা সচল রাখার দায়িত্ব পড়ে লিটন দাস (২২) ও তাওহিদ হৃদয়ের (২৫) কাঁধে।

আরও পড়ুন


দুজনে ছোট্ট দুটি ইনিংস খেলে কিছুটা অবদানও রেখেছেন। তবে ১৮তম ওভারে আব্বাস আফ্রিদি ২ রানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের শেষটা খুব একটা সুখকর হতে দেননি।

শেষ ৫ ওভারে যে মাত্র ৪৪ রান নিতে পেরেছে বাংলাদেশ। এ সময় উইকেট হারিয়েছে ৪টি।

সে পর্যন্ত দুই শ ছুঁই ছুঁই স্কোরটা এসেছে জাকের আলি অনিকের ৯ বলে ১৫ ও ৩ বলে ৮ রান করা তানজিম হাসান সাকিবের সৌজন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার