ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড় ও সফল অভিযান: মোদী

ছবি : সংগৃহিত,অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড় ও সফল অভিযান: মোদী

আন্তর্জাতিক ডেস্ক : অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল সন্ত্রাসবিরোধী অভিযান বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার জবাবের পর ‘সিঁদুর’ এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গুলির জবাব এবার কামানের গোলায় দেওয়া হবে।

মধ্যপ্রদেশে লোকমাতা দেবী অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নারী সশক্তিকরণ মহাসম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

মোদী বলেন, সিঁদুর এখন আমাদের দেশে সাহসের প্রতীক। ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। আমাদের রীতিতে সিঁদুর নারীর শক্তির প্রতীক। হনুমানজিও রামভক্তিতে সিঁদুর ধারণ করেন, শক্তি পূজায়ও সিঁদুর অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। এবার এই সিঁদুর রূপ নিয়েছে বীরত্বের প্রতীকে।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।


পহেলগামে ২৬ জন নাগরিককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর চালানো হয় এই অপারেশন সিঁদুর।

তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসীরা শুধু ভারতীয়দের রক্ত ঝরায়নি, তারা আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক ঐক্য এবং নারীদের সম্মানকে আঘাত করেছে। এই চ্যালেঞ্জই হয়েছে সন্ত্রাস ও তাদের মদতদাতাদের জন্য মৃত্যুঘণ্টা। পাকিস্তানি সেনাবাহিনী যখন কল্পনাও করতে পারেনি, তখন ভারতীয় বাহিনী সফলভাবে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই অভিযান কেবল সামরিক সাফল্য নয়, বরং এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবেও উদ্ভাসিত হয়েছে। এবার ৭৫ জন নারী সংসদ সদস্য হয়েছেন, যা একটি বড় অগ্রগতি।

মোদী নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সদ্য পাস হওয়া নারী শক্তি বন্দন আইন (নারী সংরক্ষণ বিল) এর উল্লেখ করেন। এই আইন অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, আজ বিশ্বের সামনে ভারতের মেয়েরা জাতীয় প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করছে।

সূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার