ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ আজ সোমবার (২৬ মে) অপহৃত স্কুলছাত্রীকে (১৪) উদ্ধারসহ অপহরণকারী সাকিব হোসেনকে (২১) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম বেলহালী গ্রামের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্রী (১৪) গত ২৪ মার্চ সোমবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

এরপর আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে গত ১৯ মে সোমবার দুপচাঁচিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রি করে। ডায়রির সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে আজ সোমবার (২৬ মে) ভোরে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি খালপাড়ার জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এসময় ওই বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী কাহালু উপজেলার মুরইল গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সাকিব হোসেনকে (২১) আটক দুপচাঁচিয়া থানায় নিয়ে আসে। অপহৃত স্কুলছাত্রী জানায় মোবাইলের মাধ্যমে সাকিব হোসেনের সাথে তার পরিচয় ঘটে। আগের পরিচয়ের সূত্র ধরে ঘটনার দিন ২৪ মার্চ সোমবার তাকে উপজেলা মডেল মসজিদের সামনে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় তার মা বাদি হয়ে আজ সোমবার (২৬ মে) থানায় অপহরণকারী সাকিব হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার অপহৃত স্কুলছাত্রীকে ২২ ধারায় জবানবন্দী প্রদানের জন্য আদালতে ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামি সাকিব হোসেনকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩ 

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক 

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই