৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেই ভালো: এবি পার্টি
_original_1748183065.jpg)
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আগামী বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেই ভালো হবে।
আজ রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভালো সময় তৈরি হলে নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, কোনো কোনো উপদেষ্টার কারণে ঐক্যে ফাটল ধরেছে। এখন উভয়কেই সহনশীল হতে হবে। সবাইকে সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুনমুজিবুর রহমান মঞ্জু বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলেছি আপনি যদি দায়িত্ব ছেড়ে দেন এখন, তাহলে নির্বাচন, সংস্কার–সবকিছু অনিশ্চিত হয়ে যাবে। জাতি দিশেহারা হয়ে যাবে।
এর আগে চলমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজের বাসভবন যমুনায় আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিভিন্ন দলের ২০ জন প্রতিনিধির সঙ্গে দুই দফায় বৈঠক করেন সরকারপ্রধান।
মন্তব্য করুন