পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৬৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৮৩ জন এবং অন্যান্য অপরাধে ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শাহাদাত হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুনতিনি বলেন, বুধবার (৩ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চারটি এলজি, একটি কিরিচ ও দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশে এধরণের বিশেষ অভিযান অবহৃত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মন্তব্য করুন