ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার ফুয়াদ

বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার ফুয়াদ। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টির (এবি-পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, চৌদ্দশ' শহিদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামী থেকে আমরা মুক্তি হয়েছি। বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে।

আজ শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির নাটোর জেলার আহবায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি? চৌদ্দশ’ শহীদের জীবনের বিনিময়ে এই দিল্লির গোলামী থেকে আমরা মুক্তি হয়েছি।

বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। ১/১১ সময় ফকরুদ্দিন-মঈন উদ্দিনরা মিলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করেছিল। আবারও একই পুনরাবৃত্তির দিকে যাচ্ছে দেশ।

আরও পড়ুন

তিনি আরো বলেন, দেশের ম্যান্ডেড নিয়ে আলোচনা করবে সাধারণ মানুষ, রাজনৈতিক দল। তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪’র গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সেভাবে কাজ করবেন।

না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭/১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামেনি। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে।  এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে যাব। এসময় আরও বক্তব্য রাখে-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাদ টুটুল এবং নাটোর জেলা কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক