নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে, ২০২৫, ০৩:০৯ রাত
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা। গত ২৪ মে ২০২৫ গাজীপুর শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মোঃ আব্দুর রহিম। এসময় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখার ব্যবস্থাপক ও এসভিপি তাপস চন্দ্র চক্রবর্তী, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন