ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

দই মিষ্টির দোকানে ব্যাপক ভিড়

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষ্যে আজ শনিবার (২৪ মে) দিনভর বৃষ্টি উপেক্ষা করে উত্তরের ১৬ জেলার হাজার হাজার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বগুড়ায় এসেছিলেন।

সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই বগুড়ায় পৌঁছান হাজার হাজার নেতাকর্মী। ৫ থেকে ৬ ঘন্টা যাত্রা করে বৃষ্টিমুখর দিনে তারা সমবেত হন সমাবেশ স্থলে। দিনভর থেমে থেমে বৃষ্টিতে কোথাও না গিয়ে নেতাকর্মীরা সেন্ট্রাল স্কুল মাঠেই থাকেন। তারুণ্যদৃপ্ত চেহারায় তারা ঠাঁই দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করেন নেতৃত্বের প্রতি।

বৃষ্টির দিনে সমাবেশ হলেও সমাবেশের মঞ্চে কোন ত্রিপল বা ছাউনি ছিলনা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, হাজার হাজার নেতাকর্মী বৃষ্টিতে ভিজবে আর নেতারা মঞ্চে সুরক্ষিত থাকবে বিএনপি সেটা মনে করে না। তাই মঞ্চে কোন ছাউনি রাখা হয়নি।

আরও পড়ুন

সমাবেশ চলাকালে বৃষ্টি শুরু হলে ভিজেছেন নেতারা ভিজিছেন কর্মীরাও। উত্তরের শেষ ঠিকানা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, আবার পাবনা থেকে কুড়িগ্রাম সব এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা বগুড়ার সমাবেশে আসায় বগুড়া হয়ে উঠেছিল মিছিল ও মানুষের নগরী।

বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বগুড়ার মাটিতে পা রেখেই মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে রওনা হন। ফলে শহর হয়ে হঠে মিছিলের নগরী। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বগুড়ায় আসায় হোটেল রেস্তারাঁয় দিনভর ছিল প্রচন্ড ভিড়। সেই সাথে বিক্রিও হয়েছে দই-মিষ্টি। বগুড়ায় এসে অনেকেই বাড়ি ফেরার সময় বগুড়ার দই কিনতে ভুলে যাননি। বাড়ি ফেরার সময় অনেকের হাতে তাই দই দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে