পুলিশের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদক পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে গেছেন তার স্বজনরা।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা এবং ও কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় করা মামলার আসামি হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। সোমবার দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকায় তোলে।
আরও পড়ুনএসময় তার স্বজনসহ একদল লোক ধাওয়া দিয়ে পুলিশকে বহনকারী নৌকাটি ডুবিয়ে দেয়। তখন আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে মজিদকে ধরতে অভিযান শুরু করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯টি হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি বাড়ি আসেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে আমরা তাকে ধরতে অভিযান চালাই। তাকে গ্রেফতার করে নৌকায় উঠানোর সময় নারী-পুরুষসহ ১৫-২০ জনের একটি দল এসে নৌকা ডুবিয়ে দেয়। এসময় ধস্তাধস্তি করে মজিদকে তারা ছিনিয়ে নিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
মন্তব্য করুন