ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে আল আমিন হত্যা মামলার আসামির বাড়িতে যৌথ অভিযান

বগুড়ার শাজাহানপুরে আল আমিন হত্যা মামলার আসামির বাড়িতে যৌথ অভিযান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে নিউ মার্কেটের ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার আসামির বাড়িতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে একটি এক নলা বন্দুক, রামদা, ছুরি, হাসুয়াসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কেউ ধরা পড়েনি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে হত্যা মামলার আসামি নুরুল ইসলামের বাড়িতে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী আল আমিনের খুনিদের গ্রেফতারের উদ্দেশ্যে উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে হত্যা মামলার আসামি নুরুল ইসলামের বাড়িতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তার বাড়িতে একটি এক নলা বন্দুক ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। তবে বন্দুকটির লাইসেন্স রয়েছে। তবে এ হত্যা মামলার কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে জমিজমার বিরোধ নিয়ে মারপিটের ঘটনা ঘটলে ব্যবসায়ী  আল আমিন  কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা তুলে নিতে আসামিরা আল আমিনকে চাপ দিতে থাকে এবং বলে, “মামলা তুলে নে, না হলে দুই লাখ টাকা দে।”  অন্যথায় জীবন নাশের হুমকিও দেয় তারা।

এক পর্যায়ে গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ভাদাইকান্দি গ্রামের জনৈক জহুরুলের বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ের কাছে  নুরুল ইসলাম, আতিকুল ইসলাম, আল মাহমুদসহ তাদের সহযোগিরা আল আমিনের উপর হামলা করে। পামের বাঁশঝাড়ে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী চিকিৎসকের ভুলে হাসপাতালে কাতরাচ্ছে শিশু

দেশে হার্টের রিংয়ের দাম কমালো সরকার

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার