নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় নেত্রকোণার মদন উপজেলায় ৫০০টি তালের চারা রোপণ করা হয়েছে।
গতকাল রোববার (৩ আগস্ট) দুপুরে নেত্রকোণার হাওর অধ্যুষিত মদন উপজেলার ফেকনি-ভাটি-মনমেহরপুর সংযোগ সড়কের দুই পাশে ৫০০ তালের চারা রোপণ করে, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। চারা রোপণ কর্মসূচির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার ড. চন্দ্র কুমার মহাপাত্র, অতিরিক্ত উপ-পরিচালক মুকশেদুল হক, মদন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান মিজান, স্কয়ার ক্রপ কেয়ার এর সেলস্ কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেলস্ ম্যানেজার শ্রীকান্ত ঘোষ এবং ফিল্ড ম্যানেজার মো. মাহবুবুর রহমান, স্থানীয় কৃষকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ ‘বজ্রপাত’ প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি। তার মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিগত ৪০ বছরে আমাদের দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণি, যারা খোলা মাঠে কাজ করেন।
আরও পড়ুনআয়োজকরা জানান, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণ একটি কার্যকরী পদক্ষেপ। তালগাছ লম্বা এবং এর বাকলে কার্বনের স্তর বেশি থাকায়, এটি বজ্রপাতকে আকর্ষণ করে এবং ভূমিতে নিরাপদভাবে বিদুৎ প্রবাহ ঘটাতে সাহায্য করে। এজন্যই বজ্রপাত প্রবণ এলাকায় বেশি করে তালগাছের চারা রোপণ করা উচিত।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যানুযায়ী নেত্রকোণায় গত সাত বছরে বজ্রপাতে ৬৪ জন মারা গেছেন। যাদের বেশিরভাগই কৃষক ও হাওরাঞ্চলের বাসিন্দা। চলতি বছরের জুলাই পর্যন্ত ৯ জন বজ্রপাতে মারা গেছেন।
নেত্রকোণা ছাড়াও একই সাথে লালমনিরহাট ও সিলেট জেলাতে একই কর্মচি পালন করা হয়। এর আগে পাবনার চাটমোহর ও সুনামগঞ্জের তাহিরপুরে তালের চারা রোপণ করা হয়। দেশের বিভিন্ন জায়গায় তালের চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
মন্তব্য করুন