ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

বৈরী আবহাওয়ার পর ঝলমলে রোদ ধান শুকাতে সড়ক মহাসড়কই ভরসা

বৈরী আবহাওয়ার পর ঝলমলে রোদ ধান শুকাতে সড়ক মহাসড়কই ভরসা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ঝলমলে রোদের দেখা পাওয়ায় ধান ও গো-খাদ্য খড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক পরিবারের সদস্যরা। কিন্তু চাতাল না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক-মহাসড়কেই ধান শুকাতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ধান কাটামারির ভরা মৌসুম চলছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে। শুরু হয় দমকা ও বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে অনেক খেতে পানি জমে এবং ধান গাছ নেতিয়ে পড়ে। কৃষক আশরাফুল ইসলাম জানান, কাটা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন।

কারণ কাঁচা ধান না শুকালে গজানোর সম্ভাবনা থাকে এবং গন্ধ করে। কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ঝলমলে রোদ দেখা দিলে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। কিন্তু শুকানোর ভাল ব্যবস্থা না থাকায় সড়ক মহাসড়কে ঝুঁকি নিয়ে ধান ও গো-খাদ্য শুকাতে হয় তাদের। উত্তর জনপদের সর্বাধিক বিজি রংপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন জায়গায় ধান শুকাতে দেখা গেছে।

আরও পড়ুন

কৃষক ছাড়াও গৃহিণীদেরকেও সড়ক মহাসড়কে ধান শুকানোর কাজে সহযোগিতা করতে হচ্ছে। শ্রমিক ফজলু মিয়া জানান, এক সঙ্গে সবাই ধান কেটে ঘরে তুলতে চাইছেন। এ কারণে শ্রমিক সংকট চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, বেশির ভাগ ধান কেটে ঘরে তোলা হয়েছে। আর কয়েকদিন খরা গেলে কাটামারি শেষ হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন দ্রুততার সাথে খেত থেকে ধান কেটে গোলায় তোলার জন্য কৃষকদের উৎসাহিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার