ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় খাল থেকে আরাফাত হোসেন (৩৬) নামের এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুবৃর্ত্তরা বৃহস্পতিবার রাতে ইট বা ভারী ধাতব বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আরাফাত পাবনা জেলার ফরিদপুর পৌরসভার মৃত হাফিন খাঁর ছেলে। সলঙ্গা থানা পুলিশ আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে আরাফাতের বিকৃত লাশ উদ্ধার করেছে।

আরাফাতের স্ত্রী শাপলা খাতুন জানায়, সে এবং তার স্বামী কয়েক বছর ধরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। তারা হাটিকুমরুলের পাশে রাধানগর গ্রামে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বাস করতো। তাদের কোন সন্তান নেই। হাটিকুমরুলে সড়ক ও জনপথ বিভাগ ইন্টারচেঞ্জ কার্যক্রম চলায় বেশ কয়েকটি হোটেল বন্ধ হয়ে যায়।

এতে কাজ হারায় তারা। ঘটনার রাত ৯টার দিকে আরাফাত সিগারেট কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে হাটিকুমরুল বাজারের দিকে যায়। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনি। আজ শুক্রবার (২৩ মে) সকালে শাপলা খবর পায় তার স্বামীর মরদেহ হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের পাশের খালে পড়ে আছে। এরপর সে সলঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানায়।

আরও পড়ুন

সলঙ্গা থানার উপ-পরিদর্শক পুলক কুমার জানান, পুলিশ বেলা ১১ টার দিকে উক্ত রেস্ট হাউজের পাশের খাল থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করেছে। আরাফাতের মাথায় ইট বা ভারি ধাতব বস্তু দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হয়েছে। এতে আরাফাতকে শনাক্ত করা কঠিন।

পরে আরাফাতের স্ত্রী তার স্বামীকে শনাক্ত করেছে। আরাফাতের মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে এখবর লেখা পর্যন্ত শাপলা খাতুন এ ব্যাপারে সলঙ্গা থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ভিজিএফের চাল পেল ৪০ হাজার ৩৬৯ পরিবার

দিনাজপুরে ১৬ হেক্টর জমিতে গড়ে উঠেছে ১৫টি চা বাগান