ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ এসআই মেহেদী’র মৃত্যু

মৃত এসআই মো. মেহেদী হাসান

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পড়ে দগ্ধ এক এসআইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশালে আসামি ধরতে গিয়ে ওই কর্মকর্তা ১০ দিন আগে দগ্ধ হয়েছিলেন।

মৃত এসআই মো. মেহেদী হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে।

তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআই মো. মেহেদী হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি গভীর রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে ধরার জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে তাতে পড়ে যান এসআই মেহেদী হাসান।পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে তুলে আনেনে। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। 

আরও পড়ুন

 

তিনি বলেন, এসআই মেহেদীকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার