সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গত কয়েক দিনের বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার (২৩ মে) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল ৯.৮২ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ১৬ সেন্টিমিটার ও কাজিপুর স্টেশনে পানির সমতল ১১.৩৭ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার।
যা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার কাজিপুর, শাহজাদপুর উপজেলার মোহনপুর, চরঠুটিয়া বাড়ি, হাতকোড়াসহ বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফসলি জমি ঘর, বাড়ি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
আরও পড়ুনভাঙ্গনকৃত এলাকার আমজাদ হোসেন, লাইলী বেগম বলেন, প্রতিবছরই পানি বৃদ্ধি এবং কমার সময় যমুনায় ভাঙন দেখা দেয়। এবারও শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান আজ শুক্রবার (২৩ মে) সকালে যমুনা ভাঙ্গনের সত্যতা স্বীকার করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন