বগুড়ার ধুনটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তারুণ্যের সমাবেশের ধুনটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী জন। এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট, সাইদুজ্জামান নোমান, ইয়াকুব আলী, আবু সাঈদ, এসএম রানা ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন