ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

চেতনানাশক মিশানো পান খেয়ে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

চেতনানাশক মিশানো পান খেয়ে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক:   কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবুল কালাম আজাদ (৬০) নামের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়ছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে তিনি মারা যান।

মৃত আবুল কালাম আজাদ মিরপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রহিম বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) যশোর থেকে গড়াই পরিবহন বাসে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হন তিনি। ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির লোকজন তাকে পানের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডা. হোসেন ইমাম বলেন, “বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার 

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে একজনের মৃত্যু

লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

চলনবিলের ইরি-বোরো ধান গেরস্তের বাড়িতে পৌঁছানোর একমাত্র বাহন মহিষের গাড়ি

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম