বগুড়ার ধুনটে আবাদি জমি দখল চেষ্টার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম বাদি হয়ে গতকাল শনিবার একই পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। রবিউল ইসলাম উপজেলার ফড়িংহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলামের সাথে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। গত ১০ মে রবিউলের চাচাতো ভাই একই গ্রামের আল-আমিন ও তার লোকজন তার জমি দখ চেষ্টা করে।
এ বিষয়ে আল-আমিন বলেন, বাপ-দাদার সম্পত্তির অংশীদার হিসেবে রবিউলের কাছ থেকে আমরা ৩৬ শতক জমি পাওনা আছি। ওই জমি বুঝে দেওয়ার জন্য বার বার বলা হলেও তা বুঝে দিচ্ছেন না। এ কারণে জমির মাঝ দিয়ে আইল দিয়ে আমার অংশের জমি দখল নিয়েছি।
আরও পড়ুনএ বিষয়ে ধুনট থানার এএসআই শাহ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন