বগুড়ার শাজাহানপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আব্দুল কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। আজ বুধবার (২১ মে) দুপুরে উপজেলার মাদলা এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত আব্দুল কাদের বগুড়ার শেরপুর উপজেলার জামালপুর এলাকার আজাদুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত টাকা ছিনতাইয়ের কৌশল হিসেবে আব্দুল কাদের ও তার সঙ্গীয় দুই ব্যক্তিকে কম দামে রেনু পোনা বিক্রির লোভ দেখায়। সেই মোতাবেক দুর্বৃত্ত চক্রটি আজ বুধবার (২১ মে) দুপুরে আব্দুল কাদেরকে প্রথমে বগুড়া শহরের সাতমাথা, পরে তিনমাথা এবং শেষে শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় আসতে বলা হয়।
কথামতো একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আব্দুল কাদের ও তার সঙ্গীয় দুইজন রেনু পোনা কেনার জন্য মাদলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুল কাদেরের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে আব্দুল কাদেরকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায় তারা। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
আরও পড়ুনশাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, ছিনতাইয়ের সংবাদ সাথে সাথে তিনি সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
মন্তব্য করুন