বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির আগামী ১৪ জুনের নির্বাচন হাইকোর্ট থেকে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপ্রতি মো. আকরাম হোসাইন এবং দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
ওই আদেশে বলা হয়, বগুড়া জেলা বাস মিনিবাস এবং কোচ পরিবহন মালিক সমিািতর নির্বাচ পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ভাবে, স্বেচ্ছাচারিতা ভাবে গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য বিভাগীয় শ্রম দপÍর থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে যে চিঠি দেওয়া হয়েছিলো সেই চিঠি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনসমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুলবারী এরশাদ জানান, সুষ্ঠু সুন্দর নির্বাচন নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। এখন থেকে সমিতি পূর্বের ন্যায় চলবে।
মন্তব্য করুন