ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শহরের কাউন্টি শেরিফ দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে ওই বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তদন্ত কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশপাশের এলাকা।পুলিশ জানায়, এ ঘটনায় কয়েকজন উপ-শেরিফ কর্মকর্তা নিহত হয়েছেন। শহরের ইস্টার্ন অ্যাভিনিউর ওই প্রশিক্ষণ কেন্দ্রে শেরিফের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর বোমা স্কোয়াড ও তাদের ঘাঁটি রয়েছে।বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হলেও পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানান, এ ঘটনায় অতিরিক্ত কেউ আহত হয়নি। এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বর্ণনা করে বলেন, তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে ।
 
পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা এখনও অনেক কিছু জানি না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো শুরু থেকে সবটা যাচাই করা এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করা। এরমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই সব তথ্য জানা যাবে।তবে প্রাথমিক পর্যায়ের তদন্ত থেকে জানা গেছে, একটি গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এতে স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও এফবিআইসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে উদ্ধার কাজ এবং তল্লাশি শুরু করে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল।
 
তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি লস অ্যাঞ্জেলেস পুলিশ। এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করার কথা দাবি করেছে পুলিশের এক সূত্র।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মুগ্ধ’র নামে পানি কারখানা করবে এডাস্ট জিয়াউর রহমানের মাধ্যমে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল: মুগ্ধ’র বাবা

ইয়াসির আরাফাত রাহিম: বহুভাষিক সঙ্গীতের এক তরুণ কণ্ঠ

ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হয়ে ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : ফখরুল

জিআই স্বীকৃতি থাকলেও বঞ্চিত টাঙ্গাইলের আনারস চাষিরা

খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে

কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার