স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আজ শুক্রবার (১৮ জুলাই বিকাল ৫টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বগুড়া জেলা শাখার উদ্যোগে "জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস" উপলক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরেন। জুলাই যোদ্ধাদের উপর সংঘটিত পরিকল্পিত হামলা, চরম হত্যাকান্ড, ধর্ষণ ও চাঁদাজাবাজদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। জুলাইয়ের গণহত্যায় শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। অবিলম্বে "জুলাই সনদ' ঘোষণার বাস্তবায়ন ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
আরও পড়ুনমিছিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাঈম হাসান সভাপত্বিত করেন এবং সাধারণ সম্পাদক পরিচালনা করেন। এছাড়া জেলা ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, 'মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ১৮ জুলাই আমাদের জাতীয় জীবনে জাগরণ ও প্রতিরোধের প্রতীক। এই দিনে আমরা প্রতিজ্ঞা করছি, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন