ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে ঘটনাটি ঘটে। জানা যায়, আহত অবস্থায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার(৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে সরকার ভ্যারাইটি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। সেখানে মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি।

এ সময় ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন থেকে কয়েকজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় মাটিতে পড়ে গেলে তারা মারধর করে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৬ লাখ টাকা ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো