‘পিরিতের ঘর’ নিয়ে ভীষণ আশাবাদী জুঁই
_original_1747582270.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ফোক গানে এক অন্যরকম অবস্থানে আছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। একের পর এক নতুন নতুন ফোক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। তাও আবার নিজেই চ্যানেলে। কারণ অনেক কষ্ট করে শ্রম দিয়ে জুঁই তার নিজের ইউটিউব চ্য্যানেলটি দাঁড় করিয়েছেন। তবে মাঝে মাঝে তিনি তার নিজের চ্যানেলের বাইরেও পেশাগত কারণে গান করে থাকেন।
‘পিরিতের ঘর’ ঠিক তেমনি একটি গান। নতুন একটি ইউটিউব চ্যানেলে গানটি গতকাল প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এতে জুঁইয়ের সহশিল্পী হিসেবেও আছেন আকাশ। জুঁইয়ের এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন।
গানটি প্রসঙ্গে জুঁই বলেন,‘ পরিতের ঘর নামটি শুনলেই বুঝা যায় গানটির কথা কেমন হতে পারে। মূলত গানটির কথা আমার বেশি ভালোলেগেছে বিধায় গানটি করেছি আমি। সুরটাও এক কথায় মনকাড়া সুর। ভিডিওটাও ভীষণ যত্ন নিয়ে করা। সবমিলিয়ে পিরিতের ঘর গানটি সময়োপযোগী একটি চমৎকার গান। যে কারণে গানটি নিয়ে আমি খুব খুব আশাবাদী। আশা করছি গানটি সবারই বিশেষত যারা ফোক গানপ্রেমী তাদের কাছে গানটা ভালোলাগবে। যেহেতু গানটা আমারই মনে ধরেছে। আমার বিশ্বাস সবারই মনে ধরবে। বাকীটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ আকাশ মাহমুদকে এতো চমৎকার একটি গান করার জন্য। তার জন্য শুভ কামনা রইলো।’
আরও পড়ুনকিছুদিন আগেই জুঁইয়ের কন্ঠে প্রকাশ পেয়েছে ‘ভালোবাসা এমন কেনো’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। জুঁইয়ের কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তুমি বুঝলানা’। এরপর তার কন্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’,‘ পোষা পাখি’,‘ দুষ্টু মেয়ে’,‘ ষোলকলা’,‘ মরার কোকিলে’,‘ ভাগ্যে ছিলিনা’,‘ বন্ধু বড় মায়া লাগাইছে’,‘ প্রেমের হাওয়া’,‘ তুমি কারে পাইয়া সুখি’,‘ পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’ (প্রায় তিন কোটি), ‘জীবন মানে যন্ত্রণা’,‘কলিজা ভুনা’,‘ বন্ধু বিনে প্রাণ বাঁচেনা’, ইত্যাদি গান জুঁইয়ের কন্ঠে আবারো ভীষণ আলোচনায় আসে।
সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০’র বেশি গান করেছেন। কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারী সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন। তবে জুঁইয়ের ধ্যান জ্ঞান শুধু গানকে ঘিরেই। জুঁই শুধু গান দিয়েই তিনি তার লক্ষ্যে পৌঁছাতে চান। একদিন সারা বাংলার গ্রামে গঞ্জে তার নাম ছড়িয়ে পড়বে, এক নামে চিনবে সবাই। সেদিনই নিজেকে তিনি পরিপূর্ণ মনে করবেন।
মন্তব্য করুন