হঠাৎ গানের আড্ডায় নাইম

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিলো নব্বই দশকের শুরুতে প্রয়াত এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে। এই সিনেমায় তরুন জুটি হিসেবে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন নাইম- শাবনাজ জুটি। পরবর্তীতে এই জুটি আরো ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিলেন। বহু বছর নাইম শাবনাজ জুটি অভিনয়ে নেই। দর্শক এখনো তাদের পর্দায় ফেরার অপেক্ষায়। নাইম ছোটবেলায় গান করতেন। গানের প্রতি তার রয়েছে এক অন্যরকম ভালোলাগা। তার ছোট মেয়ে মাহাদিয়া যখন ঘরোয়া আয়োজনে গান করেন নাইম তখন তবলা বাজান। আবার মাঝে মাঝে কিছু ঘরোয়া আড্ডাতেও নাইম গান গেয়েও থাকেন।
এরইমধ্যে গত ১৬ মে রাতে পূর্বেই পাওয়া নিমন্ত্রণ অনুযায়ী এক ঘরোয়া আড্ডায় তাকে অংশগ্রহন করতে হয়। না গান গাইতে নয়, গান শুনতেই তাকে এই আয়োজনে নিমন্ত্রণ করা হয়। যেখানে সঙ্গীত পরিবেশন করনে জোবায়ের জাহাঙ্গীর জয়, তানজিন মিথিলা, মৌলি মজুমদার। যদিও বা এই আয়োজনে ইউসুফ আহমেদ খান উপস্থিত ছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি গান গাইতে পারেননি।
আয়োজনে সাংবাদিক অভি মঈনুদ্দীনও সঙ্গীত পরিবেশন করেন। জয় নাইমকে পঙ্কজ উদাসের একটি গজল গেয়ে শোনান। এরপর মিথিলা ও মৌলি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার ‘যখন থামবে কোলাহল’ ও নাইম শাবনাত অভিনীত ‘অনুতপ্ত’ সিনেমার ‘তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি’ গানটি গেয়ে শোনান। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ‘ট্রু ফেব্রিকস’র ডেপুটি জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান সুজন, হামিম গ্রপের অ্যাসিসট্যান্ট ম্যানেজার(অডিট) দেওয়ান রাশেদুজ্জামান রোকন, হাওর জিন্সের প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ রমিনুল হক সায়াদ, তরুন অভিনেত্রী বহ্নি হাসান, অভি মঈনুদ্দীনের সহধর্মিনী সাবিহা সুলতানা জেমি। হঠাৎ এমন ঘরোয়া আড্ডায় অংশ নিয়ে সবাই ছিলেন বেশ উচ্ছ্বসিত।
নাইম বলেন, ‘ যারাই গান গেয়েছে সবারই গান বেশ ভালোলেগেছে। সবারমধ্যে ভালো গাইবার চেষ্টাটা আছে। আমার বিশ্বাস একদিন জয়, মিথিলা, মৌলি অনেক বড় হবে। ধন্যবাদ বিশেষত অভিকে, যাকে আমি খুউব স্নেহ করি। মাঝে মাঝে এমন আয়োজনে থাকতে ভালোই লাগে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’
আরও পড়ুনঅভি মঈনুদ্দীন বলেন,‘ সাংবাদিকতা পেশার সঙ্গে দীর্ঘদিনই সম্পৃক্ত আমি। তবে এই সময়ে এসে গানের আড্ডায় থাকতে ভালোলাগে। যেহেতু গাইতে আমার নিজেরও ভালোলাগে, তাই এই ধরনের আড্ডায় থাকতে পারলেও ভালোলাগে। ধন্যবাদ বিশেষত জয়’কে সবসময় ভীষণ সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে যারা এই আড্ডায় অংশ নিয়েছেন।’
আড্ডার শেষ অংশে জয় অভি’র ছোট মেয়ে মার্সিহার অনুরোধে মাইলস’র বিখ্যাত গান ‘ফিরিয়ে দাও’ গানটি গেয়ে শোনান।
মন্তব্য করুন