ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

একই রিয়েলিটি শো’র প্রতিযোগী থেকে এবার বিচারকের ভূমিকায় মেহজাবীন

শীর্ষ তারকাভিনেত্রী, মডেল মেহজাবীন চৌধুরী।

অভি মঈনুদ্দীন ঃ প্রচণ্ড অধ্যবসায়, অনেক শ্রম, কষ্ট, ধৈর্য্য, সততা আর একটি নির্দিষ্ট লক্ষ্যের পিছনে লেগে থাকা মানুষকে যে কতো দূরে নিয়ে যেতে পারে তার জ¦লন্ত উদাহারণ এই প্রজন্মের শীর্ষ তারকাভিনেত্রী, মডেল মেহজাবীন চৌধুরী।

২০১০ সালে মেহজাবীন চৌধুরী ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলেন তিনি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল প্রতিযোগীকে পিছনে ফেলে ২০১০ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী।

২০১০ সালের ২২ জানুয়ারি ছিলো মেহজাবীনের জীবনের সেই স্মরনীয় দিন, যা প্রতিবছরই মেহজাবীন বিশেষভাবে স্মরণ করেন। সেই দিনটি তার জীবনে না এলে হয়তো আজ এতো যশ, এতো খ্যাতি তার জীবনে আসতো না। দীর্ঘ দেড় দশকের পথচলায় একটা ক্লিন ইমেজ নিয়ে তিনি তার ক্যারিয়ার গড়েছেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি একজন জাত অভিনেত্রীতে নিজেকে পরিণত করেছেন। মডেল হিসেবেও তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। মেহজাবীন তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক নাম। এখন নয় আরো কয়েক বছর আগে থেকেই চারিদিকে শুধু মেহজাবীনেরই প্রশংসা। যে রিয়েলিটি শো’র প্রতিযোগী হিসেবে তিনি নাম লিখিয়েছিলেন, পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই প্রতিযোগিতার প্রধান বিচারক এখন তিনি। শিগগিরই শুরু হতে যাওয়া ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫’-এর পুরো সিজনেরই বিচারক হিসেবে কাজ করবেন মেহজাবীন।

আরও পড়ুন

প্রতিযোগীর পর্যায় থেকে একই রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন,‘ যে প্লাটফরমটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, সেই একই প্লাটফরমে আমি বিচারক হিসেবে থাকছি। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অর্জন এবং অনেক বড় একটা দায়িত্বও বটে। বিচারকদের দায়িত্ব সঠিক মানুষকে খুঁজে আনা, সেই দায়িত্ব এখন আমার কাঁধেও। আমি সততার সঙ্গে খুউব ভালোভাবে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করবো। সত্যি বলতে কী নিজের ভেতর অনেক ভালোলাগা কাজ করছে। আমি, জয়া আপা, রায়হান রাফী ভাইয়ার সঙ্গে আমিও একজন বিচারক হিসেবে থাকতে পেরে ভীষণ সম্মানীত বোধ করছি। আশা করছি এবারের আয়োজন অনেক ভালো হবে এবং একজন সঠিক প্রতিযোগীকেই নির্বাচিত করতে পারবো।’

২০১৮ সালে সর্বশেষ ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা সম্পন্ন হয়, যাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মানতাশা। ৭ বছর বিরতির পর তা আবারো শুরু হতে যাচ্ছে। গত ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের মেয়েরা এতে অংশগ্রহন করতে পারবেন। রিয়েলিটি শোয়ের ফরম্যাটে অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে কন্টেন্ট ম্যাকিং-এর যোগত্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

চাঁপাইনবাবঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

বাড়ি নিয়ে আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

জয়পুুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২ বাংলাদেশী গ্রেফতার