ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই বন্ধু মিলে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সিফাত (১৭) নামে এক কিশোরের মরদেহ ১৯ ঘণ্টা পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৫০০ গজ উত্তর থেকে উদ্ধার করেছে ডুবুরি দল।

রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেঁড়িবাধ সংস্কারে জেনেসিস ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। শনিবার (১৭ মে) কাজে না গিয়ে দুই বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে যায়। এসময় তার সঙ্গে থাকা সহপাঠীকে মোবাইল দিয়ে ছবি তুলতে বলে জোয়ারের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও সিফাতকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে তার সহপাঠী। পরে বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানায়। কুমিরা ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস আরও জানায়, কিন্তু সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘক্ষণ ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও সমুদ্র থেকে বালু উত্তোলন করায় গভীরতা বেশি হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল ১০টার দিকে ওই কিশোর যেখানে গোসল করতে গিয়েছিল ওই স্থান থেকে প্রায় ৫০০ গজ উত্তরে মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরিরা তাকে উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, শনিবার নিখোঁজ কিশোরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবরি দল সাড়ে ৬টায় এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রোববার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। কিন্তু সকাল ১০টার দিকে সে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ভেসে উঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র

বগুড়ার শেরপুরে ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল গ্রেফতার

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন 'সাদা দল' এর কমিটি ঘোষণা