সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুর গাজী কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সামছুর গাজী পায়ের ব্যথার উপশম করতে বাড়ির পাশে সেজি বাগানে যান সেজি গাছের আঠা সংগ্রহ করতে। স্থানীয়দের ধারণা, গাছের আঠা ব্যথানাশক হিসেবে কাজে দেয় বলে বিশ্বাস করতেন তিনি। কিন্তু গাছটির গায়ে ছিল ভিমরুলের চাক। গাছের ডালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিমরুলের দল বের হয়ে তার শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে।
আরও পড়ুনঘটনার পরপরই তিনি বাড়িতে ফিরে গ্রাম্য এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ওই চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন বিলম্ব করেন। পরদিন শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন