ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক নারীকে মিথ্যা অপবাদ দিয়ে আম গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি গত ২৬ জুলাই কাপড় সেলাই করতে পার্শ্ববর্তী গ্রামে তার জা’র বাড়িতে যায়।

পরদিন ২৭ জুলাই তিনি বাড়িতে আসলে মামলার ১নং আসামি ইউনুছ আলীর নির্দেশে বাকি আসামিরা তাকে গালিগালাজ ও মিথ্যা অপবাদ দিয়ে একটি আম গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন চালায়। এক পর্যায়ে আসামিরা চুল কাটার ট্রিমার মেশিন দিয়ে বাদির মাথার চুল কেটে দেয়। পরে ইউপি সদস্য মজনু মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত আটক

ভরা মৌসুমেও কাঙ্খিত পরিমাণে মাছ নেই যমুনা ও বাঙালি নদীতে, চড়াদামে বিক্রি

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত