ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ডেঙ্গু : আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯

ছবি : সংগৃহীত,ডেঙ্গু : আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৯ জন।

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছে।


গত ২৪ ঘণ্টায় ১৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবৎ মোট ১৯ হাজার ৯১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের আজকে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৫৮.৮ শতাংশ পুরুষ এবং ৪১.২ শতাংশ নারী রয়েছেন।

আরও পড়ুন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে মোট ৮৪ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় মৃত একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন।


এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত আটক

ভরা মৌসুমেও কাঙ্খিত পরিমাণে মাছ নেই যমুনা ও বাঙালি নদীতে, চড়াদামে বিক্রি

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত