ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে,গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার মো. আবরারুল হক ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের একটি মাদরাসার অধ্যক্ষ।

আরও পড়ুন

র‍্যাব জানায়, গত ২১ এপ্রিল এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকায় একটি বাসায় নিয়ে যান ওই শিক্ষক। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। এর দুইদিন পর ২৩ এপ্রিল ওই ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। এ ঘটনায় ২ মে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহয়তায় অভিযুক্তের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান আবরারুল হক। তাকে গ্রেফতার করতে চেষ্টা চলছিল। এরইমধ্যে তার পালিয়ে থাকার অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান বলেন, গ্রেফতার আবরারুল হককে বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬

অস্কারের নতুন প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

চীনা অস্ত্রে সুকৌশলে যেভাবে ভারতীয় বিমান ভূপাতিত করে পাকিস্তান

নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ