দিনাজপুরের নবাবগঞ্জে ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭শ’ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ জামাল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘিরত্না গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে। নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন