ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টিতে সড়কে হাটু পানি ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারী

র। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দীর্ঘ খরার পর আজ শনিবার (১৭ মে সকালে মাত্র ১০ মিনিটের বৃষ্টির পানিতে কালাই পৌরশহরে প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকার কালাই-ক্ষেতলাল সড়কে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর ওই এলাকায় জমে আছে পানি। ফলে প্রথম শ্রেণির কালাই পৌরসভার নাগরিকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের চালক, শিক্ষার্থীসহ পথচারী।

জানা যায়, কালাই শহরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। জয়পুরহাট-বগুড়া মহাসড়ক ও কালাই-ক্ষেতলাল সংযোগ সড়কও রয়েছে। এই সড়ক হয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন ও বৃহৎ কালাই হাট রয়েছে। আজ শনিবার (১৭ মে সকালে এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা ধরে বৃষ্টির পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পরে শিক্ষার্থীরা।

পৌরশহরের প্রাণকেন্দ্র কালাই বাসস্ট্যান্ড চত্বরে পাকা রাস্তার দুই পাশে ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা এবং পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যানবাহনের চালক ও পথচারীরা।

আরও পড়ুন

কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল বলেন, একটি শহরে যা কিছু থাকা প্রয়োজন, বলতে গেলে তার সবই এই সড়কে অবস্থিত। শহরে যারা আসবেন, তাদের অধিকাংশই কোনো না কোনো কাজে এই সড়কে চলাচল করতে হয়। সড়কে পানি জমে থাকার সমস্যা আজকের নয়, এটি দীর্ঘদিনের। অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি।

কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম বলেন,‘ এ সমস্যা একদিনের নয়, চাইলেই সমাধান করা যাবে না। বেশ কয়েকবার কাজ করতে গিয়ে ফুটপাতে বসা ব্যবসায়ীদের বাঁধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এই সমস্যা সমাধান করতে হবে। তা না পারলে পৌরবাসীকে আরও দুর্ভোগ পোহাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় কথিত স্বামীর যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন: ট্রাম্প

নায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খান