ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত। প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৩৬) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ভ্যানে আলু নিয়ে শিবগঞ্জের কিচক বাজারের উদ্দেশে রওনা হয় রবিউল। যাওয়ার সময় পুনট বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছুলে ভ্যানটি ভেঙে যায় এবং চালক সড়কে ছিটকে পড়ে আহত হয়। সেই মুহূর্তে সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয়।

আরও পড়ুন

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু যাওয়ার পথে তিনি মারা যান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা