ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের সাতমাথায় ও শহীদ খোকন পার্কে এ হামলা হয়। হামলায় ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের নেতা-কর্মীরা জড়িত বলে এমন অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়ার নেতারা। হামলায় উদীচী ও ছাত্র ইউনিয়নের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তারা অভিযোগ করেন।

বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, “আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে দরজা ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়।

এদিকে, ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ, বগুড়ার এক বিবৃতিতে নেতারা বলেন, বিকাল ৫টায় সাতমাথা মুক্তমঞ্চে ফ্যাসিবাদ ও তার দোসরদের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল শুরু করে মুক্তমঞ্চ অভিমুখে অগ্রসর হওয়ার সময় উদীচী নামধারী একটি সংগঠনের কিছু সদস্য আমাদের শান্তিপূর্ণ মিছিলে আতর্কিত হামলা চালায়।

বিবৃততে আরও বলা হয়,এই কাপুরষোচিত হামলায় আমাদের বেশ কয়েকজন দেশপ্রেমিক ভাই আহত হন। আমরা আহত, বৃদ্ধ এবং একজন নারীসহ অনেককেই নিরাপদে সরিয়ে দিই। কিন্তু উদীচীর কিছু উগ্র সদস্য আমাদের উপর আবারও চড়াও হয়।  নেতৃবৃন্দ বলেন,উদীচী আজ প্রমাণ করেছে তারা আর সংস্কৃতির সংগঠন নয়, বরং এক বিপজ্জনক ফ্যাসিবাদী হাতিয়ার।

আরও পড়ুন

আমরা জোড়ালোভাবে দাবি জানাই এই হামলার পেছনে যারা আছে, তাদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, আমরা বগুড়ার দেশপ্রেমিক জুলাই যোদ্ধারা আবারও জেগে উঠব। ইতিহাস সাক্ষী, আমরা কখনোই জুলুম সহ্য করিনি, এবারও করব না। বিবৃতিতে নেতৃবৃন্দ ফ্যাসিবাদ ও উদীচীর মতো দোসরদের রুখতে আমাদের এই লড়াই চলবেই।

অপরদিকে এনসিপি নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বগুড়া জেলা এনসিপি সংগঠক আহমেদ সাব্বির বলেন, “ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ঢাকার উদীচীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময় সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করতে চান বিসিবি সভাপতি

নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হবে : আমীর খসরু

ফোরদো পারমাণবিক স্থাপনায় ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যুক্তরাষ্ট্রের হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের

ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে : ট্রাম্প