ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই ভাইকে বরিশালে উদ্ধার 

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই ভাইকে বরিশালে উদ্ধার 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া থেকে অপহৃত দুই শিশুকে  উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অপহরণের তিন দিন পর বরিশালের হিজলা ডিক্রিরচর থেকে তাদের উদ্ধার করে পিবিআই নারায়ণগঞ্জ টিম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এই তথ্য জানান।

উদ্ধারকৃত শিশুরা হলো ফতুল্লার পশ্চিম লামাপাড়ার আব্দুল কাদিরের দুই ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।

আরও পড়ুন

পুলিশ সুপার বলেন, লামাপাড়া থেকে নাঈম ও নাবিলকে ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদি হয়ে ফতুল্লা থানায় একটি জিডি করেন। সেই সাথে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে, অপহরণকারীরা অপহৃতদের নিয়ে বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা