ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

রংপুর প্রতিনিধি : জনবল সংকটে ভূগছে রংপুর বিভাগের আট জেলার অধিকাংশ সরকারি হাসপাতাল। এসব হাসপাতালে চাহিদার তুলনায় জনবল রয়েছে মাত্র ৫০ শতাংশ। ফলে চিকিৎসা নিতে এসে হতাশা হয়ে ফিরতে হচ্ছে তাদের। বিশেষ করে অসচ্ছল রোগীরা অর্থের অভাবে তাদের মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতালগুলোর কর্তা ব্যক্তিরা বলছেন, চাহিদা মাফিক জনবল না থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে পারছে না তারা। জনবল সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিসের কর্মকর্তারা।

বিভাগের আট জেলার ৫৮ টি সরকারি হাসপাতালে চিকিৎসকের ১ হাজার ২১৪টি থাকলেও এসব হাসপাতালে বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন ৬৮৩ জন। আর সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদ ৬৫৫ জনের মধ্যে কর্মরত রয়েছেন ৪৫৬ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে চিকিসকসহ অন্যান্য জনবল সংকট। ৬০০ শয্যার এই হাসপাতালকে ১ হাজার বেডে উন্নীত করা হলেও চলছে পুরোনো জনবল দিয়ে। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন আড়াই থেকে তিন হাজার রোগী। যাদের বেশিরভাগেই রংপুর বিভাগের আট জেলা ছাড়াও অন্যান্য জেলার রয়েছে।

আরও পড়ুন

ফলে এসকল রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হয় সেখানে কর্মরত নার্স, চিকিৎসক, ব্রাদার ও আয়াদের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পদ ২৯৯ টি থাকলেও বর্তমানে সেখানে কর্মরত আছেন ২৬৭ জন। শূন্য পদ রয়েছে ৩২টি। ১ হাজার ২৫ জন নার্সের স্থানে রয়েছেন ১ হাজার ১৭ জন। এছাড়াও তৃতীয় শ্রেণির কর্মচারী পদ ১৪৬ জনের আছে ১শ’ জন। আর চতুর্থ শ্রেণির কর্মচারী ৪৫২ জনের মধ্যে আছে ২৬৪ জন। যার ১৮৮টি পদই শূন্য।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, বিভাগের চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে খুবই বেগ পেতে হয়। কারণ প্রতিদিন আড়াই হাজার রোগীর চাপ থাকে। কিন্তু জনবল অনেক কম। তবে জনবল চাহিদা পাঠানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশা করছেন তিনি।

রংপুর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ওয়াজেদ আলী জানান, রংপুর বিভাগের আট জেলার হাসপাতালগুলোতে যে চিকিৎসক সংকট রয়েছে স্পেসল বিসিএসএর মাধ্যমে চিকিৎসক নিয়োগ দিয়ে তা পূরণ করা হবে। রংপুর সফরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা