ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় বৃদ্ধের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় বৃদ্ধের আত্মহত্যা। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নওশের আলী (৫৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ রোববার (১১ মে) সকাল ১০টায় উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নওশের আলী জেলার লালপুর উপজেলার বোয়ালীপাড়া গ্রামের মৃত আরোজ মন্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নওশের আলী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও বাম পায়ে পচন রোগসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তবে তার পরিবারের সদস্যরা তার দেখাশোনা না করায় তিনি বাগাতিপাড়া উপজেলার বড় চিথলিয়া গ্রামে তার বোন পিঞ্জিরা বেগমের বাড়িতে থাকতেন।

ঘটনার দিন সকালে নওশের তার বোনের কাছে কমলা ফল খেতে চান। তখন বোন বাজারে যান ভাইয়ের জন্য কমলা কিনতে। পরে ফিরে এসে দেখেন নওশের আলী ঘরের তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

পরে তার চিৎকারে এলাকার লোকজন এসে তার ঝুলন্ত মরেদেহটি উদ্ধার করে। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

বিডিআরের ৪০ জওয়ানের জামিন মঞ্জুর

‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

রিয়াল মাদ্রিকে হারিয়ে এল ক্লাসিকো জিতেছে বার্সেলোনা

গরমে তৃষ্ণার্ত প্রাণ জুড়ায় ‘ডাব’