ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

গাজীপুরে ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

গাজীপুরে ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ সামু মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে আহত মো. জয় (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল

এর আগে গতকাল শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গাজীপুর সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মৃত্যু হয় জয়ের।

নিহত জয় সামু মার্কেট এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের চলমান।”
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় খেলা ও অন্যান্য বিষয় নিয়ে জয়ের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ আরও ৩-৪জন যুবকের। এর এক পর্যায়ে বাড়ি থেকে ছুড়ি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় মোজাম্মেল হক। স্থানীয়রা জয়কে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতলে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যায় জয়।”

আরও পড়ুন

এদিকে, জয়ের মৃত্যুর খবর জানাজানি হলে মধ্যরাতে উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি কক্ষ পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব কবির দুই গান নিয়ে সুমী শারমিন

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না : তারেক রহমান

রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস

নওগাঁর আত্রাইয়ে সোানালী ধান উঠানে ঘরে তোলার পালা কৃষানিদের

‘দুজন দুজনার’-এ পার্থ শেখ ও মারিয়া শান্ত

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না : মির্জা ফখরুল